কক্সবাজারের সাগর থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় আরো পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ১৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে ছিল ১১ শিশু ও পাঁচ নারী।স্থানীয়রা জানান,মিয়ানমার থেকে রোহিঙ্গাবোঝাই নৌকাটি বঙ্গোপসাগরের ইনানী সৈকত পয়েন্ট পর্যন্ত পৌঁছালে ঢেউয়ের আঘাতে সেটি ডুবে যায়। এখন পর্যন্ত উদ্ধার হওয়া ২১ জনকে আজ বেলা ১১টার দিকে ইনানী সৈকতের পাশে দাফন করা হয়েছে।
কক্সবাজার,শুক্রবার,২৯ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।