রাজধানীসহ সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা।‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এ মেলা।এদিন বিকেল ৩টায় অফিসার্স ক্লাবে মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও এনবিআর’র কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ দিন, জেলা শহরগুলোয় ৪ দিন, ৪৮ উপজেলায় ২ দিন এবং ৮ উপজেলায় দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। সব মিলিয়ে এবার দেশের ১২০ স্থানে অনুষ্ঠিত হবে আয়কর মেলা।
এবার প্রথমবারের মতো মেলায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিটার্ন জমা দেওয়া যাবে। মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।জানা যায়, প্রতিবছরের মতো এবারও করদাতাদের জন্য আয়কর মেলায় করবিবরণী থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক ও বুথ থাকবে। একই ছাদের নিচে মিলবে সব সেবা। করদাতাকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে।
ঢাকা,বৃহস্পতিবার,১৪ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।