X

২১ আগস্ট ২০১৭ ১:১৬:৫৯ | ৭ ভাদ্র ১৪২৪ সোমবার | ২৮ জিলক্বদ ১৪৩৮

প্রচ্ছদ  »   সাহিত্য ও কবিতা

বই প্রেমীদের উপচে পড়া ভীর বই মেলা প্রাঙ্গনে

বই প্রেমীদের উপচে পড়া ভীর বই মেলা প্রাঙ্গনে

ঢাকা: আজ চলছে বইমেলার একাদশ তম দিন। গতকাল শুক্রবার মেলায় চোখে পড়ে ছোট-বড়, নবীন- প্রবীনের আনাগোনা। বই প্রেমীদের এমন আগ্রহ যেন আধুনিক যুগকেও হারমানিয়েছে। শুক্রবার বিকেলে মেলার প্রবেশদ্বার খোলার আগে থেকেই, দীর্ঘ সারি দেখা যায় দর্শনার্থীদের। সব বয়সী বইপ্রেমীর ভিড়ে মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ।বিশিষ্ট লেখকদের উপস্থিতি মেলার আবহকে করে আরো উৎসবমুখর। জানা গেছে এখন পর্যন্ত সর্বাধিক ৩১৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে এ নিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা দাঁড়ালো এক হাজার একশ উনিশটি। আজ শনিবার ১১ ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত মেলার শিশুপ্রহর চলছে।
ঢাকা, শনিবার, ১১ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।


 

User Comments

  • সাহিত্য ও কবিতা