X

১২ ডিসেম্বর ২০১৭ ১৬:১৬:১৮ | ২৮ অগ্রায়ণ ১৪২৪ মঙ্গলবার | ২৩ রবিউল আউয়াল ১৪৩৯
রাজনৈতিক অস্তিত্বের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আসা অত্যন্ত জরুরি-ওবায়দুল কাদের brak জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয় brak ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি brak

প্রচ্ছদ  »   এক্সক্লুসিভ

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গরুর গাড়ি

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গরুর গাড়ি

ঢাকা: হায়রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি রঙিনা কইতর..... গ্রাম বাংলার এমনই মেঠো পথের গানে গরুর গাড়ি কিংবা মহিষের গাড়ির কথা শোনা গেলেও বাস্তবে তা বিলিন হয়ে যাচ্ছে নতুন উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সঙ্গে। ইঞ্জিন চালিত যানবাহনের ফলে টিকে থাকাটা দায় হয়ে পড়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির। গ্রাম বাংলায় এখন আর তেমন চোখে পড়ে না ভোর বেলায় কৃষকের লাঙ্গল-জোয়াল নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য। তা যেন হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে। গ্রাম বাংলার মেঠো পথ ধরে ক্যাচ কুচ শব্দ করে ধীরে চলা এই চাকাসহ সকল সরঞ্জাম তৈরি হতো কাঠ দিয়ে। আর এই চাকা তৈরির পেশায় জীবিকা নির্বাহ করতো বহুকারিগর। কিন্তু বিজ্ঞানের জয় যাত্রার যাতাকলে পিষ্ট হয়ে প্রাচীন ঐতিহ্য যেন আজ ধরাশয়ী।


গাড়িয়ালদের কণ্ঠে আজ শোনা যায় না প্গলা ছেড়ে গাওয়া বাংলার লোক গান “ও কি গাড়িয়াল ভাই; কত রব আমি পন্ঠের দিকে চাইয়া রে।অথবা আমার গরুর গাড়িতে বউ সাঁজিয়ে ধুত্তর ধুত্তর ......সানাই বাড়িয়ে এর মত সুমধুর গান। প্রশ্ন থেকে যায় হারানো ঐতিহ্য কি টিকে থাকবে? না এভাবেই বিলিন হয়ে যাবে কালের বিবর্তনে?
ঢাকা, শনিবার, ১৮ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।


 

User Comments

  • এক্সক্লুসিভ