X

১৭ আগস্ট ২০১৭ ১৯:৩৪:২৭ | ৩ ভাদ্র ১৪২৪ বৃহস্পতিবার | ২৪ জিলক্বদ ১৪৩৮
পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে,দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই-খাদ্যমন্ত্রী brak যেটুকু গণতন্ত্র আছে সরকার তাও ধ্বংসের ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল brak রাজধানীর কদমতলীতে মডেল ও টিভি উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগে মামলা brak গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন নির্বাচন কমিশন (ইসি) brak নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের এক খাদেমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা brak

প্রচ্ছদ  »   বিনোদন

শাকিব খানের সঙ্গে আর কাজ করবেন না ঢালিউডের পরিচালকরা

শাকিব খানের সঙ্গে আর কাজ করবেন না ঢালিউডের পরিচালকরা

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আর কাজ করবেন না ঢালিউডের পরিচালকরা। স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে ঝামেলা মেটার পরপরই পরিচালক সমিতির বয়কটের মুখে পড়েন তিনি। এবার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো জনপ্রিয় এ অভিনেতাকে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়।শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে একটি যৌথ সভা বসে। সভা শেষে সন্ধ্যার দিকে পরিচালক সমিতির এক বিজ্ঞপ্তিতে শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য 'নিষিদ্ধ' ঘোষণার কথা জানানো হয়।বাংলাদেশ পরিচালক সমিতির প্যাডে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতির সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর ছাড়াও চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র স্থির চিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতির স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ (২৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সব কুশলী মনে করেন, তিনি (শাকিব) দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের তুচ্ছজ্ঞান করেছেন। কারণ পরিচালকই হচ্ছেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাদের অপমান করা মানে কুশলীদের অপমান করা। তাই আজ (শনিবার) থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সাথে কোনও সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না।'

বিনোদন ডেস্ক,শনিবার, ২৯ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • বিনোদন