X

২১ ফেব্রুয়ারী ২০১৮ ৩:৩৬:০৪ | ৯ ফাল্গুন ১৪২৪ বুধবার | ০৪ জমা: সানি ১৪৩৯
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী brak আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি brak

প্রচ্ছদ  »   এক্সক্লুসিভ

কুয়াকাটার সৈকতে ভ্রমন করে গেলেন নানা শ্রেনী পেশার দেড়শ সাইকেলিস্ট

কুয়াকাটার সৈকতে ভ্রমন করে গেলেন নানা শ্রেনী পেশার দেড়শ সাইকেলিস্ট

দেশের জানজট ও দুষন মুক্ত পরিবেশের বার্তা দেশবাসীকে পৌছে দিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভ্রমন করে গেলেন নানা শ্রেনী পেশার দেড়শ সাইকেলিস্ট। আবার
গুডবাই বলে রবিবার সকালে ওই সাইকেলিস্টরা এক যোগে কুয়াকাটা ত্যাগ করেন। আসা ও যাবার পথে অবাক হয়ে তাকিয়ে দেখছিলেন রাস্তার দু’পাশের লোকজন। এটাই তাদের সাফল্য এখানকার মানুষ তাদের দেখে এমনভাবে সাইকেল চালিয়ে কর্মস্থলসহ দৈনন্দিন কাজ করবে। তাতে স্বাস্থ্য ভাল থাকবে পাশাপাশি অর্থ ও সময় বাঁচবে এমন দাবী ওই সাইকেলিস্টদের।বিডি-সাইক্লিস্টস নামের একটি গ্রুপ সূত্রে জানা গেছে,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বিডি-সাইক্লিস্টস নামের একটি গ্রুপ পেইজের আমন্ত্রনে দেশে নারী-পুরুষ সাইক্লিস্টসরা সংগঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে ওই সাইক্লিস্টরা ঢাকায় জড়ো হয় এবং লঞ্চে ওঠে। শুক্রবার সকালে পটুয়াখালী লঞ্চ থেকে নেমে সড়ক পথে ৭০ কিলোমিটার রাইড করে ওই গ্রুপের সদস্যরা কুয়াকাটার একটি
আবাসিক হোটেলে অবস্থান নেয়। দুই দিন ধরে তারা সাইকেল নিয়ে সৈকতসহ দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখেন। এ সময় তারা পর্যটক ও স্থানীয়দের সাইকেল চালাতে আগ্রহ সৃষ্টি করেন।এদিকে সৈকতসহ দর্শনীয় স্থানে সারিবদ্ধভাবে সাইকেলে ভ্রমনকালে
স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ সাইকেল চালাতে আগ্রহের সৃষ্টি হয়েছে বলে এমন দবী করেছে বহরে অংশ নেয়া সাইক্লিস্টরা।সাইক্লিস্ট মাহমুদ আহসান জানিয়েছেন, জনসচেতনতা সৃষ্টি ও সাইকেল চালাতে আগ্রহীদের নিয়ে এ স্বেছাসেবী সংগঠন। প্রাথমিকভাবে সংগঠনের লক্ষ্য গাড়ির ব্যবহারকারীদের শতকরা ৫ ভাগ সাইকেল চালানোতে ফিরিয়ে আনা।
বিডি-সাইক্লিস্টস গ্রুপ পেইজের এডমিন প্যানেলের অন্যতম মাইনুল ইসলাম রাহাত জানান, ছয় বছর আগে ১০ জন সাইকেল চালাকদের নিয়ে বিডি-সাইক্লিস্টস সংগঠনটি যাত্রা শুরু করে। এর ৬বছর পূর্তি উৎসব পালন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই নামে গ্রুপ পেইজে দেশের নানান পেশাজীবি সাইক্লিস্টদের কুয়াকাটায় আমন্ত্রন জানানো হয়।

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,রোববার, ২১ মে, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • এক্সক্লুসিভ