X

২১ ফেব্রুয়ারী ২০১৮ ৩:৩৩:১১ | ৯ ফাল্গুন ১৪২৪ বুধবার | ০৪ জমা: সানি ১৪৩৯
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী brak আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি brak

প্রচ্ছদ  »   অর্থনীতি

রমজান মাসের জন্য গরু-মহিষ-ভেড়া ও খাসির মাংসের দাম নির্ধারণ

রমজান মাসের জন্য গরু-মহিষ-ভেড়া ও খাসির মাংসের দাম নির্ধারণ

রমজান মাসের জন্য দেশি গরুর মাংস ৪৭৫ টাকা,ভারতীয় গরুর মাংস ৪৪০ টাকা, মহিষের মাংস ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।মঙ্গলবার সকালে নগর ভবনে মাংস ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র সাঈদ খোকন। এসময় শুধু পাড়ামহল্লার বাজার বা দোকানই নয় সুপারশপসহ ডিমার্টমেন্টাল স্টোরগুলোতেও একই দামে মাংস বিক্রির নির্দেশ দেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, প্রতি কেজি দেশি গরুর মাংসের দাম ঠিক হয়েছে ৪৭৫ টাকা। এছাড়া ভারতীয় গরুর মাংস প্রতি কেজি ৪৪০ টাকা, মহিষের মাংস ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।“সভায় সবার সঙ্গে আলাপ আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সবাইকে দাম মেনে চলার নির্দেশ দিচ্ছি। আমাদের একটি মনিটর টিম সব সময় কাজ করবে। কোনো ব্যত্যয় ঘটলে তারা ব্যবস্থা নেবে।”
রোজার মাসে জনগণের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবারের দাম নির্ধারণ করা হয়েছে।

ঢাকা,মঙ্গলবার, ২৩ মে, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।User Comments

  • অর্থনীতি