X

২৬ জুন ২০১৭ ৪:৩০:৫১ | ১২ আষাড় ১৪২৪ সোমবার | ১০ শাওয়াল ১৪৩৮

প্রচ্ছদ  »   অর্থনীতি

গ্যাসের বর্ধিত মূল্য আজ থেকে দ্বিতীয় ধাপে কার্যকর এক চুলা ৯শ,দুই চুলা ৯শ' ৫০ টাকা

গ্যাসের বর্ধিত মূল্য আজ থেকে দ্বিতীয় ধাপে কার্যকর এক চুলা ৯শ,দুই চুলা ৯শ' ৫০   টাকা

গ্যাসের বর্ধিত মূল্য আজ থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাচ্ছে। নতুন মূল্য অনুযায়ী  এক চুলার জন্য ৯শ' টাকা ও দুই চুলার জন্য ৯শ' ৫০ টাকা গুণতে হবে গ্রাহকদের।
গত ২৩শে ফেব্রুয়ারি দুইধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। প্রথম ধাপে পহেলা মার্চ দাম বাড়ে। তখন এক চুলা ৭শ' ৫০ টাকা ও দুই চুলা ৮০০ টাকা করা হয়। পরে দ্বিতীয় ধাপে পহেলা জুন থেকে দাম বাড়ার সিদ্ধান্ত হয়। এ মূল্য বাড়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন গত ২৭শে ফেব্রুয়ারি উচ্চ আদালতে একটি রিট করেন।পরে গত ২৮শে ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।


ঢাকা,বৃহস্পতিবার, ০১জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • অর্থনীতি