X

১২ ডিসেম্বর ২০১৭ ১৬:০:৪২ | ২৮ অগ্রায়ণ ১৪২৪ মঙ্গলবার | ২৩ রবিউল আউয়াল ১৪৩৯
রাজনৈতিক অস্তিত্বের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আসা অত্যন্ত জরুরি-ওবায়দুল কাদের brak জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয় brak ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি brak

প্রচ্ছদ  »   জাতীয়

গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী

গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী

কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় তিনি দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালের এসব কথা বলেন। এ সময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, যারা নিজেদের জন্য ক্ষমতায় যেতে চায়, তাদের উপর জনগণের কোনো আস্থা নেই।২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন আওয়ামী লীগ সভাপতি। এর পর থেকেই দিনটিকে ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করছে আওয়ামী লীগ।২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা গ্রেপ্তার হন। জনগণের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, 'জনগণ উন্নয়নের যে সুফল পাচ্ছে আমি বিশ্বাস করি আগামীতেও তার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দেবে। যাতে আ. লীগ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ।


ঢাকা,রোববার, ১১ জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • জাতীয়