X

২১ ফেব্রুয়ারী ২০১৮ ৩:৪১:২৭ | ৯ ফাল্গুন ১৪২৪ বুধবার | ০৪ জমা: সানি ১৪৩৯
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী brak আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি brak

প্রচ্ছদ  »   তথ্য প্রযুক্তি

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ডিজিটাল বাসে টেকসই নারী উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ডিজিটাল বাসে টেকসই নারী উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ডিজিটাল বাসে টেকসই নারী উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। খানাবাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে এ প্রশিক্ষণ শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। প্রশিক্ষণার্থীদের জন্য ২৩টি আসনের ব্যবস্থা রয়েছে ডিজিটাল বাসে। প্রতিটি আসনে রয়েছে ১ টি করে ল্যাবটপ। এ প্রশিক্ষণে ওইসব নারীদের মাইক্রসপ্ট অফিস, ইন্টারনেট ও আউটসোর্সিং উপর প্রাথমিক ধারণা দেওয়া হয় ।
প্রকল্পের কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সারা দেশে নারীদের তথ্য প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। দেশের প্রায় ২০ লাখ নারী এ প্রশিক্ষণ শেষে চাকরির যোগ্যতা অর্জন করতে পারবে। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমানের বলেন,টেকসই নারী উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে নারী সমাজ তথ্য প্রযুক্তিতে আরো দক্ষ হবে। আর জাতি গঠনে সুদক্ষ নারী সমাজ ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি জানান।প্রশিক্ষণ কো-অর্ডিনেটর আসিকুর রহমান বলেন, সারা দেশে এ প্রশিক্ষণ
কার্যক্রম চলছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। নারী সমাজ উন্নয়নে এ প্রকল্প সরকারের অন্যতম সুদূরপ্রসারী উদ্যোগ।
তথ্য-প্রযুক্তি ডেস্ক,
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,বুধবার, ১৪ জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • তথ্য প্রযুক্তি