X

২১ আগস্ট ২০১৭ ১:২০:৫৬ | ৭ ভাদ্র ১৪২৪ সোমবার | ২৮ জিলক্বদ ১৪৩৮

প্রচ্ছদ  »   এক্সক্লুসিভ

উপকূলজুড়ে ইলিশ শিকারের আগাম প্রস্তুতি

উপকূলজুড়ে ইলিশ শিকারের আগাম প্রস্তুতি

পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূল জুড়ে ইলিশ শিকারের আগাম প্রস্তুতি চলছে। ইলিশের মৌসুমকে ঘিরে জেলেরা এখন সাগরযাত্রার আয়োজনে ব্যাস্ত হয়ে পড়েছে। কেউ নতুন
ট্রলার তৈরি করছে। কেউ পুরনো ট্রলার মেরামত করছে। আবার কেউবা জাল সেলাই কিংবা নতুন জাল কিনছেন। গত বছর সাগরবক্ষে প্রচুর ইলিশ ধরা পড়ায় এ বছরেও আগাম প্রস্তুতি নিচ্ছে উপকূলের কয়েক হাজার জেলেরা। প্রত্যেকটি জেলে পল্লীতে একই দৃশ্য। বৃহৎ ইলিশের মোকাম মহিপুর-আলীপুর বন্দরসহ আশপাশে জেলেদের এখন গভীর সাগরে যাওয়ার পুর্বপ্রস্ততি চলছে।বসে নেই মহাজনসহ ট্রলার মালিকরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সবক’টি জেলে পল্লীতে এমন প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এদিকে ছিটেফোটা ইলিশ এখনই জেলেদের জালে ধরা পড়ছে। তবে আর কিছুদিন গেলে শুরু হবে ইলিশ শিকারের ভরা মৌসুম বলে জেলেরা জানিয়েছেন।সংশ্লিষ্ট জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য বন্দর আলীপুর, মহিপুর,খালগোড়া, খাজুরা, ঢোস, গঙ্গামতি, বালিয়াতলী, ব্যুরো জালিয়া,
বানাতিবাজার, পাটুয়া, দেবপুরসহ বিভিন্ন এলাকায় জেলেরা অন্তত অর্ধশত নতুন ট্রলার তৈরি করছে। এরা সবাই গভীর সাগরে এ বছর ইলিশ শিকারের প্রস্তুতি নিয়েছে।
আব্দুল মতিন খান জানান, অন্যের সঙ্গে জীবনভর কাজ করেছেন। এবছর নিজেই সাগরে বোট নামানোর প্রস্তুতি তার শেষের দিকে। জালসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করেছে। আপর এক জেলে মিরাজ হাওলাদার জানান, আট লাখ টাকা ব্যয়ে করে তিনি একটি ট্রলার তৈরী করেছে। জেলে মনিরুল জানান, বাপ-দাদার মাছের পেশা এখনও ধরে রেখেছেন। পেটের তাগিদে সাগরে নামতেই হবে।
মৎস্য বন্দর মহিপুর আড়ত মালিক সমিতির নেতা গাজী ফজলুর রহমান জানান, এখনই যারা সাগরে নামছে তারা দু’চারটা ইলিশ পাচ্ছেন। তবে আর কিছুদিন গেলেই পুরো মৌসুম শুরু হবে বলে তিনি জানিয়েছেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সাধারণত বৃষ্টির মৌসুম শুরু হলেই ইলিশ জালে ধরা পড়ে। কিন্তু এখন অনেক সময় শীতেও প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে এ অঞ্চলের বৈশিষ্ট অনুসারে জুনের শেষের দিকে
জেলেরা ইলিশ ধরতে সাগরে নামবে। জেলেদের এমন প্রস্তুতি রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী, বৃহস্পতিবার, ২৫ মে, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • এক্সক্লুসিভ