X

১২ ডিসেম্বর ২০১৭ ১৬:৯:০৪ | ২৮ অগ্রায়ণ ১৪২৪ মঙ্গলবার | ২৩ রবিউল আউয়াল ১৪৩৯
রাজনৈতিক অস্তিত্বের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আসা অত্যন্ত জরুরি-ওবায়দুল কাদের brak জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয় brak ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি brak

প্রচ্ছদ  »   বিনোদন

Bloody Gamer Bd এর প্রথম শর্টফিল্ম প্রকাশ হয়েছে।

Bloody Gamer Bd এর প্রথম শর্টফিল্ম প্রকাশ হয়েছে।

Bloody Gamer Bd এটি একটি বাংলাদেশের নতুন ইউটিউবার গ্রুপ। তারা শর্টফিল্ম এবং মজার হাসির ভিডিও তৈরি করছে। তারা সমাজের যেসব ঘটনাবলী রয়েছে তার উপর ভিত্তি করে সবার মাঝে ভিডিও করে  প্রকাশ করার চেষ্টা করছে।তারা ইতি মধ্যে একটি শর্টফিল্ম বের করছে যার নাম দেয়া হয়েছে বিড়াল এর ভালোবাসা।এই শর্টফিল্ম এর ভিতর তারা তুলে ধরেছে (বিড়াল মারা গেলে মানুষ কাঁদে কিন্তু ভালোবেসে মানুষ মারা গেলে কেউ কাঁদে না)। শর্টফিল্মটি পরিচালনা ও ভিডিও পরিচালনা করেছেন অভি সাকিব। শর্টফিল্মটি অভিনয়
করেছেন আবির,জোহান,অভি,সাবিহাসহ আরো অনেকে।শর্টফিল্মটি পরিচালক বলেন,আমাদের এই শর্টফিল্মটিতে কোন চরিত্র, কাহিনী,বা ঘটনা যদি কারো সাথে মিলে যায় তাহলে আমরা আন্তরিক ভাবে দু:খিত, আমরা কারো মনে কোন কষ্ট বা কাউকে আঘাত দেওয়ার জন্য শর্টফিল্মটি করিনি।আপনারা আমাদের ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন। আমরা কয়েকজন বন্ধু মিলে এই Bloody Gamer Bd ইউটিউব গ্রুপ করি। যার মাধ্যমে আমরা সমাজের ছোট খাটো সত্য ঘটনা তুলে দরার চেষ্টা করছি। সবাই আমাদের এই শর্টফিল্মটি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।আমরা যেন আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।আমাদের ভিডিও লিন্ক নিচে দেওয়া আছে।আর আমাদের ইউটিউব চ্যানেল Bloody Gamer Bdতে আরো অনেক ভিডিও পাবেন।
https://www.youtube.com/watch?v=J1aEwIwcTG8


বিনোদন ডেস্ক,শুক্রবার, ১৬ মে, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • বিনোদন