X

১৭ আগস্ট ২০১৭ ১৯:৩৭:৪০ | ৩ ভাদ্র ১৪২৪ বৃহস্পতিবার | ২৪ জিলক্বদ ১৪৩৮
পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে,দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই-খাদ্যমন্ত্রী brak যেটুকু গণতন্ত্র আছে সরকার তাও ধ্বংসের ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল brak রাজধানীর কদমতলীতে মডেল ও টিভি উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগে মামলা brak গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন নির্বাচন কমিশন (ইসি) brak নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের এক খাদেমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা brak

প্রচ্ছদ  »   রাজনীতি

কিছু মজুদদারেরা এবং বিএনপি ঘরনার ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর জন্যে দায়ী

কিছু মজুদদারেরা এবং বিএনপি ঘরনার ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর জন্যে দায়ী

কিছু অসাধু ব্যবসায়ী কিছু মজুদদারেরা এবং বিএনপি ঘরনার ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর জন্যে দায়ী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, বিএনপিপন্থী ব্যবসায়ীরাই চালের উর্ধ্বমুখীতার জন্য দায়ী। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ী কিছু মজুদদারেরা এবং বিএনপি ঘরনার ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর জন্যে দায়ী। সংকটের কোন প্রশ্ন উঠে না। এই সংকট মোকাবিলা করার জন্যে আমরা বিদেশ থেকে চাল আমদানি করছি। খুব তাড়াতাড়ি দাম নেমে যাবে। কোন ষড়যন্ত্রকারীরা আমাদের পরাস্ত করবে পাবে না।'
ঢাকা,শুক্রবার, ১৬ জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • রাজনীতি