X

১৯ অক্টোবর ২০১৭ ১৪:৫৮:৪০ | ৫ কাতর্িক ১৪২৪ বৃহস্পতিবার | ২৮ মহরম ১৪৩৯
দুই মামলায় বেগম খালেদা জিয়ার পরবর্তী শুনানি ২৬ অক্টোবর brak পেপ্যাল জুম সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয় brak জিয়া চ্যারেটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া brak

প্রচ্ছদ  »   আন্তর্জাতিক

আইএস-এর প্রধান আবু বকর আল বাগদাদি বিমান হামলায় নিহত দাবি রাশিয়ার

আইএস-এর প্রধান আবু বকর আল বাগদাদি বিমান হামলায়  নিহত দাবি রাশিয়ার

জঙ্গিগোষ্ঠী আইএস-এর প্রধান আবু বকর আল বাগদাদি সিরিয়ায় রুশ বিমান হামলায়  নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার আরটি জানায়, সিরিয়ার রাক্কায় গেল ২৮ মে জঙ্গিগোষ্ঠী আইএস সদস্যদের একটি আলোচনা সভা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তারা মনে করছেন, জঙ্গি সদস্যদের ওই সম্মেলনে আইএস প্রধান আবু বকর আল বাগদাদিও অংশ নিয়েছিলেন।
তবে এ বিষয়ে নিশ্চিত হতে বিভিন্নভাবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার, ১৬ জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • আন্তর্জাতিক