X

২১ আগস্ট ২০১৭ ১:১৮:০৮ | ৭ ভাদ্র ১৪২৪ সোমবার | ২৮ জিলক্বদ ১৪৩৮

প্রচ্ছদ  »   বিশেষ সংবাদ

পঞ্চগড়-পার্বতীপুর রুটে দু'টি আন্তঃনগর শাটল ট্রেন এর উদ্বোধন

পঞ্চগড়-পার্বতীপুর রুটে দু'টি আন্তঃনগর শাটল ট্রেন এর উদ্বোধন

পঞ্চগড়-পার্বতীপুর রুটে দু'টি আন্তঃনগর শাটল ট্রেন এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।শনিবার দুপুরে ঈদ সামনে রেখে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।এ সময় রেলমন্ত্রী বলেন, 'বিএনপির আমলে রেলপথ ছিল সম্পূর্ণ অবৈধ। কোন ইঞ্জিন আনে নাই, বগি আনে নাই। কোন রেল লাইন নির্মাণ করে নাই।'বর্তমান সরকার রেলের উন্নয়নে সবধরনের ব্যবস্থা নিয়েছে।

পঞ্চগড়,শনিবার, ১৭ জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • বিশেষ সংবাদ