X

২০ অক্টোবর ২০১৭ ২২:১৩:৪৯ | ৬ কাতর্িক ১৪২৪ শুক্রবার | ২৯ মহরম ১৪৩৯
বার বার সময় নিয়ে বিচারিক কার্যক্রমকে বিলম্বিত করছেন বেগম খালেদা জিয়া brak বিএনপি যাতে আগামী নির্বাচনে আসতে না পারে সে জন্য নানামুখী ষড়যন্ত্র করছে brak ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৫ জন আটক brak জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত brak গ্রামের পর গ্রাম প্লাবিত কলাপাড়ায় জোয়ারের পানিতে বেড়িবাঁধ বিধ্বস্ত।। brak সাংবাদিক জসিম পারভেজ এর বাবা আর নেই brak নারায়ণগঞ্জের খন্দকার ডকইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ brak নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার brak আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৭ পেলেন হাবিব ও মাকসুদুন্নবী brak

প্রচ্ছদ  »   রাজনীতি

চার লাখ বাঙালিকে পাহাড়ে পুনর্বাসন করে জীবন বিপন্ন করেছে বিএনপি

চার লাখ বাঙালিকে পাহাড়ে পুনর্বাসন করে জীবন বিপন্ন করেছে বিএনপি

বিএনপি যখন ক্ষমতায় ছিলেন চার লাখ বাঙালিকে পাহাড়ে পুনর্বাসন করে জীবন বিপন্ন করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার ফেনীর মহিপালে নির্মাণাধীন দেশের প্রথম ‘সিক্স লেইন’ ফ্লাইওভার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।এ সময় তিনি বলেন, ‘তাঁরা যখন ক্ষমতায় ছিলেন চার লাখ লোককে নিয়ে সেখানে যে বিপর্যয় শুরু করেছিল, পাহাড়ে যে ভারসাম্যহীন পরিবেশ যে তারা শুরু করেছিল, চার লাখ বাঙালিকে নিয়ে সেখানে পুনর্বাসন করেছিল, তাদের ভবিষ্যৎও ছিল বিপন্ন।  তাঁদের জন্য কোনো ব্যবস্থা তাঁরা করেননি।’ওবায়দুল কাদের আরো বলেন, ‘তাঁরা হাওরেও যায়নি, তাঁরা উপকূলেও যায়নি। তাঁরা এখন পর্যন্ত পাহাড়ে যায়নি। আমরাই প্রথম গিয়েছি।’ তিনি আরো বলেন, ‘সমালোচনা না করে বিএনপিকে বলি জনগণের পাশে দাঁড়ান। রিঅ্যাকটিভ কথা না বলে প্রোঅ্যাকটিভ ভূমিকা পালন করেন।’মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের প্রায় পাঁচ-ছয় মাস আগে এ ফ্লাইওভারের কাজ শেষ হবে। অর্থাৎ এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি মাসে কাজ শেষ হলে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন। তখন মহাসড়কের যানজট অনেক কমে যাবে।’
ফেনী,শনিবার, ১৭ জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • রাজনীতি