X

১২ ডিসেম্বর ২০১৭ ২১:৫৭:৪৯ | ২৮ অগ্রায়ণ ১৪২৪ মঙ্গলবার | ২৩ রবিউল আউয়াল ১৪৩৯
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে brak পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠারও আহ্বান.এরশাদ brak আমরাও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ৯৯৯ সেবাটি চালু করেছি-স্বরাষ্ট্রমন্ত্রী brak রাজনৈতিক অস্তিত্বের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আসা অত্যন্ত জরুরি-ওবায়দুল কাদের brak জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয় brak ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি brak

প্রচ্ছদ  »   অর্থনীতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ-বাণিজ্যমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ-বাণিজ্যমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সংগঠনের সাথে আলোচনা করে এ মূল্য নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।রোববার দুপুরে সচিবালয়ে এ মূল্য ঘোষণা করেন তিনি। এ বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ঢাকার মধ্যে ৫০ থেকে ৫৫, ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫, খাসির চামড়া সারাদেশে প্রতি বর্গফুট ২০ থেকে ২২ এবং বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার চামড়ার দাম ঠিক করা হয়েছে বলে জানান তোফায়েল আহমেদ।
বৈঠকে ব্যবসায়ীরা লবণের কারণে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা ব্যক্ত করলেও বাণিজ্যমন্ত্রী দাবি করেন, সংকট না থাকায় লবণের কোনো ঘাটতি হবেনা।বাণিজ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন এবং চামড়া শিল্প নগরীর সমস্যা দ্রুত সমাধানে শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।

ঢাকা,রোববার,২০ আগষ্ট, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • অর্থনীতি