X

২০ অক্টোবর ২০১৭ ৩:৩৯:৪৭ | ৬ কাতর্িক ১৪২৪ শুক্রবার | ২৯ মহরম ১৪৩৯

প্রচ্ছদ  »   ইসলাম

পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে, আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা

পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে, আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।এতে আগামীকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।আগামী ১ অক্টোবর রোববার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভার সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমানসহ আরো অনেকে।
ঢাকা,বৃহস্পতিবার,২১ সেপ্টম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • ইসলাম