X

২০ অক্টোবর ২০১৭ ৩:৪২:২৪ | ৬ কাতর্িক ১৪২৪ শুক্রবার | ২৯ মহরম ১৪৩৯

প্রচ্ছদ  »   অর্থনীতি

আগামী অর্থবছরে বাজেটের আকার হবে সাড়ে ৪ লাখ কোটি টাকা-অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে বাজেটের আকার হবে সাড়ে ৪ লাখ কোটি টাকা-অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে (২০১৮-২০১৯) বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ সময় সুন্দর পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে করদাতাদের উৎসাহ বাড়াতে হবে। এজন্য তৎপর হতে রাজস্ব কর্মকর্তাদের আহ্বান জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।মঙ্গলবার সকালে মিরপুর অঞ্চলে করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ আহ্বান জানান। দেশে করদাতাদের মধ্যে তরুণের সংখ্যা বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নাগরিকদের জন্য সেবার পরিসর বাড়াতে হলে কর আদায়ের পরিমাণও বাড়াতে হবে। ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকার বেশি হবে জানিয়ে তিনি বলেন, এই অর্থের যোগান দিতে আরো তৎপর হতে হবে রাজস্ব কর্মকর্তাদের। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০২৪ সালের মধ্যেই জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি।২০২৪ সালের মধ্যে দারিদ্র্য ৭ শতাংশে নেমে আসবে বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও অসহায় কিছু মানুষই এই ৭ শতাংশের মধ্যে পড়বে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আর মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার লক্ষ্য বাস্তবায়নে সামর্থ্যবান সবাইকে কর দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।অনুষ্ঠানে ১৭৬ জনের হাতে আয়কর সনদ তুলে দেন অর্থমন্ত্রী।
ঢাকা,মঙ্গলবার,২৬ সেপ্টম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • অর্থনীতি