X

২০ অক্টোবর ২০১৭ ৩:৪২:৫৪ | ৬ কাতর্িক ১৪২৪ শুক্রবার | ২৯ মহরম ১৪৩৯

প্রচ্ছদ  »   সড়ক দূর্ঘটনা

রাজধানীর বাংলামোটরে বাস চাপায় এক ব্যক্তির মৃত্যু,বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

রাজধানীর বাংলামোটরে বাস চাপায় এক ব্যক্তির মৃত্যু,বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

রাজধানীর বাংলামোটরে বাস চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৭ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসটির আগুন নেভায়।নিহত ব্যক্তি রিকশাচালক। তবে তার নাম জানা যায়নি।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ঘাতক ৮নং বাসটি ফার্মগেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রিকশা ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে একজন মারা যান। সেসময় বাসটিতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত মানুষজন।এতে বাসে থাকা একজন ব্যক্তি, নাম আলি হোসেন, দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি।

ঢাকা,মঙ্গলবার,২৬ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সড়ক দূর্ঘটনা