X

২০ অক্টোবর ২০১৭ ৩:৪৮:১৭ | ৬ কাতর্িক ১৪২৪ শুক্রবার | ২৯ মহরম ১৪৩৯

প্রচ্ছদ  »   বিনোদন

শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রামের প্রথম জন্মদিন উদযাপিত

শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রামের প্রথম জন্মদিন উদযাপিত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রামের প্রথম জন্মদিন উদযাপিত হলো গুলশান দুইয়ের একটি অভিজাত রেস্টুরেন্টে। বুধবার রাত পৌনে নয়টার দিকে কেকে কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। আব্রাহামের জন্মদিন উপলক্ষ্যে উপহার হিসেবে সোনার মুকুট তৈরি করেন অপু বিশ্বাস। কাতার থেকে শেরওয়ানিও আনান তিন। অন্যদিকে শাকিব খান ছেলের জন্মদিনে উপহার হিসেবে দিয়েছেন সোনার চেইন।
অনুষ্ঠানে শাকিব খান অনুপস্থিত থাকলেও শাকিব ও অপুর পরিবারের পাশাপাশি উপস্থিত চিত্রনায়ক রিয়াজ, সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ সহ চলচ্চিত্র পাড়ার অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন।
দুপুরে গুলশানের একটি মসজিদে তার জন্মদিন উপলক্ষে দোয়া পড়ানো হয়। ছেলের জন্মদিনে তাকে সঙ্গ দেবেন বলে ‘আমি নেতা হবো’ ছবির শুটিংও বন্ধ রাখেন শাকিব।আব্রামকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সংগীতশিল্পী মমতাজ, নায়ক রিয়াজ, পূর্ণিমা, ডি এ তায়েব, নায়ক বাপ্পিসহ একাধিক তারকা ও সাংবাদিক।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে আব্রাহাম খান।
বিনোদন ডেস্ক,বুধবার,২৭ সেপ্টম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • বিনোদন