X

২০ অক্টোবর ২০১৭ ৩:৪৬:৫৪ | ৬ কাতর্িক ১৪২৪ শুক্রবার | ২৯ মহরম ১৪৩৯

প্রচ্ছদ  »   অন্যান্য

পদ্মা সেতুর জাজিরা প্রান্তরে দুইটি পিলারের ওপর বসানো হয়েছে প্রথম স্প্যান

পদ্মা সেতুর জাজিরা প্রান্তরে দুইটি পিলারের ওপর বসানো হয়েছে প্রথম স্প্যান

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতুর জাজিরা প্রান্তরে দুইটি পিলারের ওপর বসানো হয়েছে প্রথম স্প্যান। শনিবার সকাল ১০ টার দিকে এ স্পান বসানো হয়। এর মাধ্যমেই দৃশ্যমান হয়েছে বহুল প্রত্যাশিত এই সেতু।আজ শনিবার সকালে  ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসানো হয় এই স্প্যান।সেতু বিভাগ সূত্র জানায়, সেতুর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর এই ইস্পাতের কাঠামোটি বসানো হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার টনের বেশি ওজনের স্প্যানটি চার হাজার টন ক্ষমতার একটি ক্রেনে তোলা হয় গত রোববার। এরপর মাওয়া প্রান্ত থেকে ক্রেনটি চালিয়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে সময় লাগে দুই দিন। পরের কয়েক দিন প্রস্তুতি শেষে আজ সকালে স্প্যানটি খুঁটিতে তোলার হয়েছে।পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে আনন্দের জোয়ার বইছে দেশি-বিদেশি প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।
ঢাকা,শনিবার,৩০ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • অন্যান্য