X

১২ ডিসেম্বর ২০১৭ ২১:৫৫:২৬ | ২৮ অগ্রায়ণ ১৪২৪ মঙ্গলবার | ২৩ রবিউল আউয়াল ১৪৩৯
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে brak পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠারও আহ্বান.এরশাদ brak আমরাও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ৯৯৯ সেবাটি চালু করেছি-স্বরাষ্ট্রমন্ত্রী brak রাজনৈতিক অস্তিত্বের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আসা অত্যন্ত জরুরি-ওবায়দুল কাদের brak জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয় brak ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি brak

প্রচ্ছদ  »   অন্যান্য

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হলো

 প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হলো

দেশব্যাপী আজ শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটে। দর্পণ বিসর্জন, সিঁদুর খেলাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা প্রতি বছর তার ভক্তদের জন্য সুখ- সমৃদ্ধির বারতা নিয়ে স্বর্গ থেকে মর্ত্যে আসেন। বিজয়া দশমীর আনন্দের মাঝেও তাই ভক্তদের মধ্যে বিষাদের সুর। বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরবেন দুর্গতিনাশিনী দুর্গা। দেবী এবার মর্ত্য এসেছিলেন নৌকায় চড়ে। আর স্বর্গে ফিরবেন ঘোড়ায় চড়ে।আজ বিজয়া দশমীতে ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকার বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা এবং সারা দেশে বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে বিসর্জন দেয়।ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে সদরঘাটের ওয়াইজঘাটে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
ঢাকা,শনিবার,৩০ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • অন্যান্য