X

২১ ফেব্রুয়ারী ২০১৮ ৩:৪১:৪৮ | ৯ ফাল্গুন ১৪২৪ বুধবার | ০৪ জমা: সানি ১৪৩৯
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী brak আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি brak

প্রচ্ছদ  »   সড়ক দূর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়াতলা এলাকায় এ দুর্ঘটনা হয়।নিহতরা হলেন বাসের চালকের সহকারী (হেলপার) মুমিন মিয়া (৩৮), যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তাঁর শিশুপুত্র নূরুন্নবী (তিন মাস)।  
পুলিশ জানায়, রোববার সকালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেড়াতলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় একই দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।এতে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সিএনজি অটোরিকশার যাত্রী পারভীন আক্তার ও তার শিশু সন্তান নুরুন্নবী মারা যায়। পুলিশ বাস ও ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া,রোববার,০১ অক্টোবর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সড়ক দূর্ঘটনা