X

২০ অক্টোবর ২০১৭ ৩:৪৪:৪৬ | ৬ কাতর্িক ১৪২৪ শুক্রবার | ২৯ মহরম ১৪৩৯

প্রচ্ছদ  »   শিক্ষা

রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

রাজধানীর নীলক্ষেত মোড়ে স্নাতক (সম্মান) দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।আজ রোববার সকাল ৯টা থেকে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
এর আগে গত ৫ অক্টোবর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ওই দিন জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।অধিভুক্ত সাত কলেজ হচ্ছে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ঢাকা,রোববার,০৮ অক্টোবর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • শিক্ষা