X

১২ ডিসেম্বর ২০১৭ ২১:৫৯:২১ | ২৮ অগ্রায়ণ ১৪২৪ মঙ্গলবার | ২৩ রবিউল আউয়াল ১৪৩৯
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে brak পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠারও আহ্বান.এরশাদ brak আমরাও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ৯৯৯ সেবাটি চালু করেছি-স্বরাষ্ট্রমন্ত্রী brak রাজনৈতিক অস্তিত্বের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আসা অত্যন্ত জরুরি-ওবায়দুল কাদের brak জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয় brak ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি brak

প্রচ্ছদ  »   অপরাধ ও দুর্নীতি

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরে আবাসিক হোটেল থেকে ২৪ জন নারী-পুরুষকে আটক

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরে আবাসিক হোটেল থেকে ২৪ জন নারী-পুরুষকে আটক

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরের কয়েকটি আবাসিক হোটেল থেকে ২৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, নলজান ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে একযোগে রাজমনি, শাপলা, এশিয়া, রোজগার্ডেন ও প্যারেড আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আপত্তিকর অবস্থায় ওই ১২ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়। অনুমোদনহীন এই আবাসিক হোটেলগুলো দীর্ঘ দিন ধরে দেহ ব্যবসা চলে আসছিলো।

গাজীপুর,মঙ্গলবার,১০ অক্টোবর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • অপরাধ ও দুর্নীতি