X

২১ ফেব্রুয়ারী ২০১৮ ৩:৪১:৩৫ | ৯ ফাল্গুন ১৪২৪ বুধবার | ০৪ জমা: সানি ১৪৩৯
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী brak আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি brak

প্রচ্ছদ  »   বিনোদন

জনপ্রিয় প্রবীণ নায়ক অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন আজ

জনপ্রিয় প্রবীণ নায়ক অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন আজ

জনপ্রিয় প্রবীণ নায়ক অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন আজ।উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে ১৯৪২ সালের ১১ই অক্টোবর এক হিন্দু-শিখ পরিবারে অমিতাভ বচ্চনের জন্ম।তিনি বিগ বি এবং শাহেনশাহ নামেও পরিচিত। ১৯৭০এর প্রথম দিকে তিনি বলিউড সিনেমা জগতে "রাগী যুবক" হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।নিজের অভিনয় দক্ষতার জোরে তিনি তৈরি করেছেন অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী। তাই এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি অমিতাভ-ভক্তরা।অমিতাভ বচ্চন নিজের কর্মজীবনে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক এবং ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দেখা গেছে।
বিনোদন ডেস্ক,বুধবার,১১ অক্টোবর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • বিনোদন