X

১৮ ফেব্রুয়ারী ২০১৮ ৭:৩৭:৫৫ | ৬ ফাল্গুন ১৪২৪ রবিবার | ১০ জমা: সানি ১৪৩৯

প্রচ্ছদ  »   তথ্য প্রযুক্তি

জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

জরুরী পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জরুরী সেবা- ৯৯৯ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। তাদের শান্তিতে রাখা।করা হবে বলেও জানান সজীব ওয়াজেদ জয়।এই সুবিধার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘কোনো জরুরী ব্যবস্থা প্রয়োজন হলে আপনারা ট্রিপল নাইন সার্ভিসে কল দেবেন। তবে এটা কিন্তু শুধু জরুরী সার্ভিসের জন্য। এটা তথ্যের জন্য না। তথ্যের জন্য আমরা বিভিন্ন নাম্বার সেটাপ করছি, শিগগিরই উদ্বোধন করা হবে। আপনার যদি ইমিডিয়েটলি পুলিশের সহযোগিতার প্রয়োজন হয়, যদি কোথাও আগুন লাগে, যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, আঘাত লাগে, শুধুমাত্র তখনই আপনারা ট্রিপল নাইন নাম্বারে কল করবেন।’
তথ্য-প্রযুক্তি ডেস্ক,ঢাকা,মঙ্গলবার,১২ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • তথ্য প্রযুক্তি