X

১৮ ফেব্রুয়ারী ২০১৮ ৭:৩১:২৬ | ৬ ফাল্গুন ১৪২৪ রবিবার | ১০ জমা: সানি ১৪৩৯

প্রচ্ছদ  »   সম্পাদকীয়

এইচ বি নিউজের পক্ষ থেকে সবাইকে ২০১৮ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

এইচ বি নিউজের পক্ষ থেকে সবাইকে ২০১৮ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

ঢাকা : ইংরেজী নববর্ষ বয়ে নিয়ে আসুক সবার জীবনে নতুনের বার্তা। মুছে যাক সব গ্লানি, ঘুচে যাক ব্যর্থতা, উড়ে যাক দুঃখগুলো, পুড়ে যাক হিংসা-বিদ্বেষ, ধ্বংস হোক অমানবিকতা, রুখে দাঁড়াক মানবিকতা। ২০১৭ সালের ঘটে যাওয়া নানা ঘটন, অঘটন, হিংসা-বিদ্বেষ, হানাহানি, দুঃখ যাতণা, বিরহ-বেদনা নিষ্পেষিত হোক নতুন বছরের আগমনে। নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি, সম্বৃদ্ধি, স্নেহ ও ভালোবাসা। আসুন পুরোনো সব গ্লানি ভুলে এগিয়ে যাই সম্ভাবনাময় এক নতুন পৃথিবীর সন্ধানে। যেখানে থাকবে না কোনো হিংসা-বিদ্বেষ, কলহ আর শকুনের লোলপ দৃষ্টি। আমাদের আগামী প্রজন্মের জন্য মত্ত হই নতুন এক পৃথিবী বিনির্মানে, নিশ্চিত করি শান্তিময় ও নিরাপদ একটি আবাসস্থল। নানান  ঘটন-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উৎরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী প্রতি বছরই বিদায় নেয় আমাদের জীবন থেকে একটি বছর । ১৭ এর স্থানে জায়গা হয় ১৮ এর। এভাবেই চলতে থাকে বাস্তবতা। ২০১৭ সালের আকাশে আর কোনো সূর্যের উদয় হবে না। পুবাকাশে কেবল শুধু ২০১৮ সালেরই কিরণযাত্রা প্রতিক্ষীয়মান। এ সূর্য নতুন বছরের, এ সূর্য নতুন দিনের, নতুন স্বপ্নের। ইংরেজী নববর্ষে আমাদের পাঠক, সুভানুধ্যায়ি, গ্রাহক ও দেশ বাসীর প্রতি রইল এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে নতুন বছরের লাল গোলাপ শুভেচ্ছা।

কাজী আবু তাহের মো. নাছির।
(সম্পাদক- এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।)
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)
এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।
ঢাকা, জানুয়ারি, ০১, সোমবার, এইচবি নিউজ টুয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সম্পাদকীয়