X

১৮ ফেব্রুয়ারী ২০১৮ ৭:৩২:০৮ | ৬ ফাল্গুন ১৪২৪ রবিবার | ১০ জমা: সানি ১৪৩৯

প্রচ্ছদ  »   সড়ক দূর্ঘটনা

ফেনীর দাগনভুঞায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

ফেনীর দাগনভুঞায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

ফেনীর দাগনভুঞায় বেকের বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।রাত আটটার দিকে, ফেনী-মাইজদী সড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে।আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফেনী,শনিবার,০৬ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সড়ক দূর্ঘটনা