X

১৮ ফেব্রুয়ারী ২০১৮ ৭:২৭:৪৭ | ৬ ফাল্গুন ১৪২৪ রবিবার | ১০ জমা: সানি ১৪৩৯

প্রচ্ছদ  »   জেলার খবর

বাউফলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাউফলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১৯৭২ সনরে ১০ জানুয়ারী রোজ মঙ্গলবার বাঙ্গালী জাতরি অবসিংবাদতি নতো ও মুক্তিযুদ্বের সর্বাধিনায়ক জাতরি জনক বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান পাকস্থিানরে বন্দীদশা থকে মুক্তি পেয়ে বাংলাদশেরে মাটিতে প্রত্যাবর্তন করেন। দিবসটি পালন উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামীলীগ ও দলের সহযোগী সংগঠন সমুহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। দিবসটি পালন উপলক্ষে সকাল ৬.৩০টায় দলীয় কার্যালয় জনতা ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী নিবেদন, সকাল ১০টায় বর্নাঢ্য র‌্যালী এবং ১১.৩০টায় বাউফল উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শামসুল
আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন কবির, পুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, এনায়েত খান ছানা, পৌর যুবলীগ সভাপতি মামুন খান প্রমুখ।

হারুন অল রশিদ,বাউফল প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার,১০ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • জেলার খবর