X

১৮ মার্চ ২০১৮ ২৩:২৪:৩৪ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   ইসলাম

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১'শ ৯৮জন হজে যেতে পারবেন

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১'শ ৯৮জন হজে যেতে পারবেন

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১'শ ৯৮জন হজে যেতে পারবেন। চলতি বছরের জন্য সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।আজ রোববার সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ১৪ জানুয়ারি সৌদি আরবের মক্কায় এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭হাজার ১শ' ৯৮জন এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।    
তিনি জানান, আগামী মাসের ১০ তারিখের মধ্যে ঘোষণা করা হবে এবারের হজ প্যাকেজ।  এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আরো বলেন, গত বছর যেসব হজ এজেন্সি অনিয়ম করেছে, যাদের মাধ্যমে হজে গিয়ে বাংলাদেশিরা ফিরে আসেননি, চুক্তি অনুযায়ী সেবা দেয়নি এবং চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।তদন্তকাজ শেষ হলেই সেসব এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্মমন্ত্রী।
এ সময় ধর্মমন্ত্রী আরোও বলেন, হজযাত্রীদের ৫০ ভাগ বাংলাদেশ বিমান ও বাকি ৫০ ভাগ সৌদি এরাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে।
ঢাকা,রোববার,২১ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • ইসলাম