X

১৮ মার্চ ২০১৮ ২৩:২৪:০৮ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   সম্পাদকীয়

ফুল ফটুক আর নাই ফুটুক আজ বসন্ত।

ফুল ফটুক আর নাই ফুটুক আজ বসন্ত।

ফুল ফটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বাংলার এই বসন্তের আগমনে গাছে গাছে নতুন ফুলের কুড়ি। বসন্তের বাতাসে ছড়িয়ে যাবে নতুন আগমনে।আমের মুকুলে বড়ে যাবে গাছ। বসন্তে বাতাসে আসবে মৌমাছি। বসন্ত এসে গেছে- আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজের প্রথম দিন। কোকিল না ডাকলে বা শিমুল-পলাশের দেখা না পেলে নাকি বসন্ত আসে না! তবে এখন নাগরিক ব্যস্ততার কারণে দিনপঞ্জির পাতা দেখেই সদর্পে বাসন্তী শাড়িতে তরুণীরা বেরিয়ে পড়েন উত্সবে। তারাই যেন আমাদের নগরজীবনের বসন্ত-দূত। যারা বসন্তের গন্ধ দিব্যি ভুলে আছেন, তারা কিন্তু বাসন্তী শাড়িতে বসন্ত-দূত দেখেই বুঝে ফেলবেন মধুর বসন্ত এসেছে প্রকৃতিতে।দখিনা হাওয়া, মৌমাছিদের গুঞ্জরণ, কচি-কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে ওঠার দিন আজ। লাল আর বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে এ ক্ষণে বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি। তরুণীদের খোঁপায় শোভা পাবে গাঁদা ফুলের মালা। বসন্তের আনন্দযজ্ঞ থেকে বাদ যাবে না গ্রামীণ জীবনও। বসন্তকে তারা আরও নিবিড়ভাবে বরণ করবেন। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়ও।
এই নতুন বসন্তের বাসন্তি সুভেচ্ছা রইল সকল পাঠক সুভানুধায়ীদের জন্য। আজি এই বসন্তের সুভেচ্ছা বিলিয়ে দিলাম সকলের জন্য। ইইচবি নিউজের পক্ষ থেকে সবাই জানাই বসন্তের সুভেচ্ছা। সবার জীবনে বয়ে নিয়ে আসুক আনন্দের ধারা। দেশের হানা হানি মারা মারি ভুলে গিয়ে আজ আমরা সবাই বসন্তের হিমেল বাতাসের মত সবাই দেশের জন নিজেদের বিলিয়ে দেব এই আমাদের হউক আজকের অঙ্গিকার।

কাজী আবু তাহের মো. নাছির।
(সম্পাদক- এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।)
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)
এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।
ঢাকা, ফেব্রুয়ারি, ১৩ মঙ্গলবার, এইচবি নিউজ টুয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সম্পাদকীয়