X

১৮ মার্চ ২০১৮ ২৩:১১:১৯ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   সাহিত্য ও কবিতা

বাংলা‌দেশ শিশু একা‌ডে‌মি অগ্রনী ব্যাংক সা‌হিত্য পুরস্কারে ভূষিত হলেন ডিসি মোশতাক

বাংলা‌দেশ শিশু একা‌ডে‌মি অগ্রনী ব্যাংক সা‌হিত্য পুরস্কারে ভূষিত হলেন ডিসি মোশতাক

ঢাকা: অ‌নিন্দ্য প্রকাশ থে‌কে ২০১৭ সা‌লে প্রকা‌শিত ‘রি‌বিট ও দুলাল’ প্যারাসাই‌কোল‌জি সা‌য়েন্স ফিকশন উপন্যা‌সের জন্য বাংলা‌দেশ শিশু একা‌ডে‌মি অগ্রনী ব্যাংক সা‌হিত্য পুরস্কারে ভূষিত হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোশতাক আহমেদ। এর আগে তিনি ২০১৩ সালে কালিকলম সাহিত্য পুরস্কার, ২০১৪ সালে ছোটদের মেলা সাহিত্য পুরস্কার, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪, সিটি আনন্দ আলো পুরস্কার ২০১৫ ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১৮ অর্জন করেছেন। বহুমুখী প্রতিভা সম্পন্ন এ লেখক তাঁর লেখনির মাধ্যমে পাঠক মহলে বেশ সমাদৃত ও প্রশংসিত।
এই লেখক ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্ম গ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে চাকরিতে যোগদান করেন। তিনি প্রায় একযুগ ধরে লেখালেখি করছেন। এ পর্যন্ত তার
৮৫ টি বই প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- সায়েন্স ফিকশন, ভৌতিক, গোয়েন্দা এবং অ্যাডভেঞ্চার, প্যারাসাইকোলজি, ভ্রমণ উপন্যাস, উপন্যাস, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোশতাক তাঁর ব্যক্তিগত ফেসবুক স্টাটাসে সাহিত্য জীবনে এ অনন্য প্রাপ্তির জন্য সকল পাঠক, প্রকাশক, জুরি বোর্ডের সম্মানিত সদস্য, পরিবার, জুরি বোর্ডের সম্মানিত সদস্য, মিডিয়ার সদস্য, শুভাকাঙ্খীসহ সকলকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,সোমবার,১৯ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সাহিত্য ও কবিতা