X

১৮ মার্চ ২০১৮ ২২:৫৩:৫৯ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   তথ্য প্রযুক্তি

ফোর-জি নেটওয়ার্ক চালুর লাইসেন্স পেয়েছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক

ফোর-জি নেটওয়ার্ক চালুর লাইসেন্স পেয়েছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক

ফোর-জি নেটওয়ার্ক চালুর লাইসেন্স পেয়েছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৪টি মোবাইল অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স তুলে দেয়। লাইসেন্স পাওয়ার পরপরই দেশের চার অপারেটর ফোর-জি নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করে।এসময় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটকের কাছে ফোরজির লাইসেন্স হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।বিটিআরসি গত সপ্তাহে ঢাকায় নিলামের মাধ্যমে ফোরজি তরঙ্গ বরাদ্দ দেয়। নিলামে অংশ নেয় গ্রামীণফোন ও বাংলালিংক। গ্রামীণফোন নিলামে ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ কেনে। নিলামে বাংলালিংক ২১০০ মেগাহার্জ ব্যান্ডে ৫ মেগাহার্জ এবং ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৫.৬ মেগাহার্জ তরঙ্গ কেনে।

তথ্য-প্রযুক্তি ডেস্ক,ঢাকা,সোমবার,১৯ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • তথ্য প্রযুক্তি