X

১৮ মার্চ ২০১৮ ২৩:৫:৫৬ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   বিনোদন

দেশবরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই

দেশবরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই

দেশবরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলী আকবর রুপুর স্ত্রী নারগিস আকবর জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সাত মাস ধরে তার কিডনির ডায়ালাইসিস করা হয়। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি কিডনির ডায়ালাইসিস করার সময় তার স্ট্রোক হয়।
তিনি আরও জানান, রুপুর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসরের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার কর্মস্থল টিভি চ্যানেল বাংলাভিশন কার্যালয়ে। এরপর মরদেহ নেওয়া হবে বাসায় (বড় মগবাজারের ডাক্তারের গলিতে)। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।প্রায় দুই যুগ ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অসংখ্য গানের সুর করছিলেন তিনি। উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান।১৯৮২ সালে তিনি উৎসব নামের একটি ব্যান্ডে গিটার ও কিবোর্ড বাজান। তাঁর সুর করা বিভিন্ন গানের মধ্যে উল্লেখযোগ্য গান হলো- কুমার বিশ্বজিতের 'যারে ঘর দিলা সংসার দিলা রে', 'দস্যু যেমন মুখোশ পরে প্রবেশ করে ঘরে', 'দরদিয়া', 'এ অনিশ্চয়তা' প্রভৃতি। এছাড়াও সাবিনা ইয়াসমিনের, 'প্রতিটি শিশুর মুখ', নিয়াজ মোহাম্মদ চৌধুরীর 'কবিতার মত মেয়েটি' দিনাত জাহান মুন্নীর 'পুরনো কাপড়ের মত আমি আজ অবহেলিত' তাঁর অন্যান্য জনপ্রিয় গান। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তিনি গান সুর করেছেন।

বিনোধন ডেস্ক:,বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • বিনোদন