X

১৮ মার্চ ২০১৮ ২৩:১৪:৫৬ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   বিনোদন

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন।হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন  বলে জানান তার দেবর সঞ্জয় কাপুর। তার বয়স হয়েছিল ৫৪ বছর। শ্রীদেবী তার ভাতিজা মোহিত মারওয়াহ’র বিয়ে উপলক্ষে স্বামী বনি কাপুর এবং দুই সন্তানসহ কাপুর পরিবারের অন্যান্যের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছিলেন। ১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ শ্রীদেবীর। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত  ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।গুণী এই শিল্পী ২০১৩ সালে রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন। তার মৃত্যুর খবরে মাঝরাতেই বলিউড অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।শ্রীদেবীর জন্ম ১৯৬৩ সালের ১৩ আগস্ট। তিনি একই সাথে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম এবং কন্নড় সিনেমায় কাজ করেছেন। গুণী এই শিল্পী ২০১৩ সালে চতুর্থ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা 'পদ্মশ্রী'তে ভূষিত হন।
 বিনোধন ডেস্ক:,রোববার ২৫ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • বিনোদন