X

১৮ মার্চ ২০১৮ ২৩:১০:০০ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   সড়ক দূর্ঘটনা

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত-৬

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত-৬

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এস এসসি পরিক্ষার্থীসহ ছয় জন আহত হয়েছে। এদের মধ্যে তানজিলা বেগম (১৪) ও শেফালী বেগম (৫০) নামের দুই জনকে গুরুতর
অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ইজি বাইকটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটনা ঘটে।
আহতদের পারিবারিক ও প্রতক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরশহর থেকে একটি ইজি বাইক যোগে আহতরা পাখিমারা বাজারে যাচ্ছিল।
এসময় বাইকটি ঘুটাবাছা নামক স্থানে পৌছলে পিছন থেকে ‘সমুদ্র সৈকত’ নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়ে। এতে পরীক্ষার্থী জেসমিন আক্তার, সিফাত হোসেন, মাহফুজা আক্তার, তানজিলা, গৃহবধূ শেফালী, এবং বাইক চালক মো. আলম হোসেন আহত হয়। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেলিন জানায়, আহতদের মধ্যে তানজিলা বেগম ও শেফালী বেগমকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যান্যদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার,০১ মার্চ, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সড়ক দূর্ঘটনা