X

১৮ মার্চ ২০১৮ ২৩:৫:১৩ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   এক্সক্লুসিভ

উপকূল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে মহিষ

উপকূল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে মহিষ

সমুদ্র উপকূল পটুয়াখালীর কলাপাড়া থেকে ক্রমশই বিলুপ্ত হতে চলছে মহিষ।এক সময় চরাঞ্চলে প্রায় প্রত্যেকটি কৃষক পরিবারই মহিষ পালন করত। আর এ জন্য আলাদা করে রাখা হত রাখাল। এখন আর আগের মত মহিষের পাল চোখে পড়েনা। এছাড়া এ অঞ্চল থেকে মহিষের চরন ভূমি কমে যাওয়ায় সাথে সাথে এর সংখ্যাও কমে গেছে।
বর্তমানে এই উপজেলায় মাত্র ১৯৫০০ মহিষ রয়েছে। আর বাংলা পিডিয়ার তথ্য মতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (১৯৯৮)-এর হিসাব অনুযায়ী এদেশে বর্তমানে প্রায় ৪,৪৭,০০০ মহিষ রয়েছে। প্রতিটি মহিষের জন্য প্রতিদিন প্রায় ৩০ কেজি সবুজ ঘাসের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে মহিষ পালনের বড় অন্তরায় সুবজ ঘাষের অভাব বলে উপজেলা প্রানি সম্পদ অফিস সূত্রে থেকে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময় এ উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মহিষ পালনের প্রাচুর্যতা ছিল। কৃষকরা মহিষ দিয়ে হাল চাষ সহ মহিষের দুধ বিক্রি করত। মহিষের সংখ্যা কমে যাওয়াতে বর্তমানে চাষবাদ করা হয় আধুনিক যন্ত্র দিয়ে। তবে যদি মহিষ পালনে এ অঞ্চলের কৃষকদের সরকারি প্রনোদনা দিয়ে আগ্রহী করা যায় তাহলে এর মাংস দিয়ে আমিষের চাহিদা পুরন সম্ভব হবে বলে বিজ্ঞমহল মনে করেছেন।
চম্পাপুর ইউনিয়নের বাসিন্দা কবির মুন্সী জানান, বর্তমানে তার ৪৫টি মহিষ রয়েছে। গত মাসে ৯টি মহিষ চুরি হয়েছিল। অনেক কষ্ট করে সে ঢাকা কেরানীগঞ্জ থেকে ওই মহিষ উদ্ধার করেছেন। সত্তরোর্ধ্ব কৃষক আবুল হাসেম জানান, একসময় তার প্রায় ৭০ থেক ৮০
টি মহিষ ছিল। এ অঞ্চলে তখন অনেকেই মহিষ পালন করত। কিন্তু এখন মহিষের ভূমি চরন কমে যাওয়াতে কেউ মহিষ পালন করতে আগ্রহী না। চর গঙ্গামতির কৃষক আবদুল বারি জানান, মহিষ পালন লাভজনক। মহিষ পালনের জন্য ব্যাপক খোলা জায়গা প্রয়োজন হয়। উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, জমি কমে যাওয়ায় ক্রমেই মহিশ পালন হ্রাস পাচ্ছে। এছাড়া নি¤œ ভূমি, চরাঞ্চল এবং কাঁচা ঘাসের অভাবে কৃষকরা মহিষ পালনে আগ্রহ হারাচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার,০৬ মার্চ , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • এক্সক্লুসিভ