X

১৮ মার্চ ২০১৮ ২৩:১৬:৩৩ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   অন্যান্য

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ

মুক্তিযোদ্ধা,অধিকারকর্মী ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে বিভিন্ন সংগঠন, ব্যক্তি তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান।বৃহস্প‌তিবার (৮ মার্চ) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রথ‌মে গার্ড অব অনার দেওয়া হয় ফেরদৌসী প্রিয়ভাষিণীকে।পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের নেতৃ‌ত্বে দলের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় সংস‌দের স্পিকার ড. শি‌রীন শার‌মিন চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ই‌নু ও সৈয়দ আশরাফের প‌ক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় শ্রদ্ধা নি‌বেদন ক‌রে। বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার থেকে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। সেখানে প্রিয়ভাষিণীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মহীয়ষী নারী।
ঢাকা,বৃহস্পতিবার,০৮ মার্চ , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • অন্যান্য