X

১৮ মার্চ ২০১৮ ২৩:১৫:৪৬ | ৬ চৈত্র ১৪২৪ রবিবার | ০০ রজব ১৪৩৯
ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ brak রংপুরে চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ brak শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ কাল সোমবার ঢাকায় আসবে brak বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের আদেশ সোমবার brak সিলেটে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ৩ শিশু ও ২ নারী মারা গেছেন brak বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক না হলে আজকে এই বাংলাদেশ পেতাম না-ডিএমপি কমিশনার brak

প্রচ্ছদ  »   সড়ক দূর্ঘটনা

বাস খাদে।। কুয়াকাটা সড়কে বাসের ধাক্কায় একই পরিবারের দুই পথচারী নিহত

বাস খাদে।। কুয়াকাটা সড়কে বাসের ধাক্কায় একই পরিবারের দুই পথচারী নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি বাস সাকুরা পরিবহনের ধাক্কায় একই পরিবারের মোসা.বিউটি বেগম (৪৫) ও নুর জাহান (২২) নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে। এসময়
নুরজাহানের দু’বছরের শিশু মো.জিহাদ গুরুতর আহত হয়েছে। মঙ্গগলবার বিকেল সাড়ে তিন টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিহাদকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। নিহতদের বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বাসটি ঢাকা থেকে কুয়াকাটায় যাওয়ার সময় কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোস্তফাপুর এলাকায় একটি ইট বোঝাই ট্রলিকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার বাইরে খাদে পড়ে যায় । এসময় পথচারী বিউটি বেগম বাসের সাথে ধাক্কা লেগে সিটকে পড়ে, এতে সে গুরুতর আহত হলে তাকে
হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে নুরজাহান ও তার শিশু সন্তান জিহাদ কে বরিশাল মেডিকেলে নেয়ার পথে নুরজাহানেরও মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক সহ গাড়ীর ষ্টাফরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া-কুয়াকাটা রুটের ভাড়াটিয়া মোটর সাইকেল চালক মো.ইব্রাহিম জানান, গাড়ীটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল, এসময় একটি ইট ভাটার ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে খাদায় পড়ে যায়। এব্যাপারে কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান জানায়, বাস চাপায় আহতদের মধ্যে শিশু জিহাদ শঙ্কামুক্ত হলেও তার মা নুরুননাহার আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য
পাঠিয়ে দেওয়া হয়েছে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন মিলন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা বলে তিনি জানিয়েছেন।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার,১৩ মার্চ, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

User Comments

  • সড়ক দূর্ঘটনা