পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ।শেষবার এমনটা ঘটেছিল ১৫২ বছর আগে ১৮৬৬ সালে। প্রায় দেড়শ বছর পর বুধবার আবারও এরকম একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্য ও পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে এ চন্দ্রগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে। তাছাড়া পশ্চিম যুক্তরাষ্ট্র, আলাস্কা, ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দারাও এ বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবে। জ্যোতি বৈজ্ঞানিক এই ঘটনাটি বাংলাদেশ থেকেও দেখা যাবে।চন্দ্রগ্রহণ বাংলাদেশে দেখা যাবে বিকেল ৫টা ৩৮ মিনিট থেকে। পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি গ্রাস করবে ৬টা ৫১ মিনিটে। চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত।জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’।
ঢাকা,বুধবার,৩১ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।