শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ইনিংস ১৭৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন মুমিনুল হক। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৯২। আর সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।অধিনায়কে সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। দলীয় ৭২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৫৩ বলে ৫২ রান করে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে ফেরেন তামিম। লাঞ্চ বিরতির আগের বলে আরেক ওপেনার ইমরুল কায়েসকে এলবিডব্লি’র ফাঁদে ফেলেন সান্দাকান। রিভিউ নিলে হয়তো বেচে যেতেন পারতেন। তবে অপরপ্রান্ত থাকা মুমিনুলের সাড়া না পাওয়ায় সাজঘরে ফেরেন ইমরুল। সুযোগ এসেছিলো ফের মুমিনুলকে ছাড়িয়ে যাবার। তবে মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকুর রহিমকে।
তবে মাহমুদুল্লাহ’র সঙ্গে অপরাজিত থেকেই দিনের খেলা শেষ করেন মুমিনুল। টেস্টে নিজের ক্যারিয়ারসেরা ইনিংস থেকে মাত্র ৬ রান দূরে আছেন তিনি।
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩৭৪/৪ (তামিম ৫২, ইমরুল ৪০, মুশফিক ৯২, মুমিনুল ১৭৫, মাহমুদুল্লাহ ৯)
ক্রীড়া ডেস্ক,বুধবার,৩১ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।