রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেল ৩টা ৩৫ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়।গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, ‘গয়েশ্বরকে আজ রমনা থানার মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়।
ঢাকা,বুধবার,৩১ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।