সিরাজগঞ্জের সদর উপজেলার কাদাই গ্রামের একটি টিনের টং দোকান স্থানান্তর করার সময় বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান সরানোর সময় পানি জমে থাকা একটি স্থান পার হতে গেলে উপরে ঝুলে থাকা ছেড়া বিদ্যুতের তার টিনের ঘরে লাগামাত্র বহনকারীদের সবাই একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত এবং আহতদের সবাই একই গ্রামের শ্রমিক ও ছাত্র।আক্রান্তদের সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও আশঙ্কাজনক ৩ জনকে হাসপাতালৈ ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ,মঙ্গলবার,৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।