বিমানবন্দর সড়কে বাসচাপায় শিক্ষার্থী হতাহতের জেরে রাজধানীর মতিঝিল, সাইন্সল্যাবসহ বিভিন্ন স্থানে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে রাজধানীর বিমান বন্দর সড়কের কুর্মিটোলায় মঙ্গলবার বিক্ষোভ করে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সিটি কলেজ এবং ইম্পেরিয়াল কলেজের ছাত্ররা আজ মঙ্গলবার (৩১ জুলাই) রাজধানীর অন্যতম প্রধান সড়ক মিরপুর রোডের সাইন্সল্যাব ওভারব্রীজের নিচে অবস্থান করে। কলেজপড়ুয়া ছাত্ররা গণপরিবহণ ও ব্যক্তিগত পরিবহন উভয়েরই চলাচল বন্ধ করে দেন। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ীদের ফাঁসি ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। তবে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানটিই ঘুরেফিরে প্রতিধ্বনিত হচ্ছিলো এই পথজুড়ে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সিটি কলেজ ও ইম্পেরিয়াল কলেজসহ পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব ওভারব্রিজের নিচে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা ফার্মগেটে প্রধান সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু প্রায় এক ঘণ্টা ছাত্ররা সড়কে অনড় অবস্থান নেয়। এ সময় তারা দুই শিক্ষার্থীর জীবন কেড়ে নেওয়া বাসচালকের সর্বোচ্চ শাস্তি দাবি করে। একই সঙ্গে বেপরোয়া বাস চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।এদিকে রাজধানীর মতিঝিল ও মিরপুরে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। মতিঝিল শাপলা চত্বরে নটরডেম কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। পাঁচ শতাধিক শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করায় যান চলাচল বন্ধ রয়েছে।এদিকে রামপুরা সড়কেও শিক্ষার্থীদের অবস্থানের খবর পাওয়া গেছে। ফলে রামপুরা-নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া শ্যামলীর শিশু মেলার সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় শ্যামলী-আগারগাঁও লিংক রোডের উভয় পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা,মঙ্গলবার,৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।