সিনিয়ার নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,রাজধানীর বিমানবন্দর সড়কে দুই কলেজ শিক্ষার্থীকে পিষে মারার ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার হবে।
আজ মঙ্গলবার (৩১ জুলাই ২০১৮) সকাল সোয়া ১১টার দিকে নিহত শিক্ষার্থী দিয়া আক্তার মিমের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান।
আসাদুজ্জামান খাঁন কামাল।বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি অদক্ষ চালক গাড়ি চালাচ্ছিল সে জন্য দুর্ঘটনা ঘটেছে। তাদেরকে গতকাল আটক করা হয়েছে। এখন সব বিষয় খতিয়ে দেখা হবে। গাড়িতে কোন যান্ত্রিক ত্রুটি ছিল কি না? চালক অদক্ষ কি না? তাদের লাইসেন্স ছিল কি না? সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার জানেন মন্ত্রী শাজাহান খান পরিবহণ নেতা, কিন্তু তিনিও আমাদের সরকারের অংশ। তাই যে কথাটা আসছে সেটা হবে না। এই বিচারে শ্রমিক নেতারা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রাস্তায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সহপাঠীর মৃত্যুর খবরে শিক্ষার্থীদের ক্ষোভ
থাকাটাই স্বাভাবিক। আমরাও সমব্যথী। দুটি মেধাবী ছেলে মেয়ে আমাদের ছেড়ে অকালে চলে গেছে।
উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নিহত হন।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,মঙ্গলবার,৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।