জাতির পিতার আদর্শ অনুসরণ করে রাজনীতি করলে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। তাই ভোগ বিলাসে গা না ভাসিয়ে আদর্শিক রাজনীতি করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে গণভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতার আদর্শকে মনে প্রাণে ধারণ করারও পরামর্শ দেন তিনি।তিনি বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তনের কথা মনে করে যারা রাজনীতি করে ইতিহাস তাদেরই স্বীকৃতি দেয়, ইতিহাস তাদেরই মর্যাদা দেয়, তাদের নামই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। শত চেষ্টা করেও সে নাম কখনো মুছে ফেলা যায় না। সেই দৃষ্টান্ত রেখে গেছেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’শেখ হাসিনা বলেন, ‘এদেশের প্রতিটি অর্জনের পেছনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে। ডিজিটাল বাংলাদেশ আমি করে দিয়েছি। আর তারই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় তারা অপপ্রচার চালালো। মিথ্যা কথা বলে বলে মানুষকে উসকানি দেওয়া, তাদের এই উসকানির কারণে কতো শিশুর জীবন যেতে পারতো, কতো শিশুর ক্ষতি হতে পারতো, সেটা তারা একবারও চিন্তা করেনি। বরং শিশুদের বিক্ষুদ্ধ মনকে ব্যবহার করে নিজেরা ফায়দা লুটতে চেয়েছিলো।’
‘তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নিলাম, তখনই চারদিকে যেন হাহাকার। আন্তর্জাতিক পর্যায় থেকেও বিভিন্ন চাপ।’ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শিশুরা যে আন্দোলন করেছে তা নিয়ে অনেকেই রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দা লুটতে চেষ্টা করেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতই আন্তর্জাতিক চাপ থাকুক গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না।প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতৃবৃন্দকে পড়ালেখায় মনোনিবেশের পাশাপাশি পদের প্রতি মোহ থেকে নয়, আদর্শভিত্তিক রাজনীতিতে আত্মনিবেদন করার আহ্বান জানিয়ে বলেন, তিনি এবং তাঁর ভাই শেখ কামালও ছাত্রলীগের রাজনীতি করেছেন। একজন কর্মীর মতো কাজ করেছেন, যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সম্পাদন করেছেন। কিন্তু পদের দিকে তাকাননি।স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনো চলছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘খুবই দুর্ভাগ্য, এখনো দেখছি কতোগুলো প্রেতাত্মা ঘুরে বেড়ায়। যারা আমাদের স্বাধীনতা চায়নি। যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। যারা সবসময় স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছিলো। ১৫ আগস্টের ষড়যন্ত্রের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলো। যারা ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃত করেছিলো।’জাতির পিতার সেই রেখে যাওয়া আদর্শ নিয়ে রাজনীতি করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভালো করে লেখাপড়া শেখার পরামর্শ দেন তিনি। দেশকে উন্নত সমৃদ্ধ করতে নতুন প্রজন্মকে আদর্শিক রাজনীতি করার আহ্বান জানান শেখ হাসিনা।
ঢাকা,শুক্রবার,৩১ আগস্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।