প্রায় দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার চারটি লবণ কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৩১ আগস্ট) বিকেল চারটার দিকে, লবণ কারাখানার একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের কয়েকটি কারখানায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় সন্ধ্যা সোয়া ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরইমধ্যে পুড়ে যায় কারখানার বিভিন্ন সরঞ্জাম ও লবণের কাঁচামাল।তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।
চট্টগ্রাম,শুক্রবার,৩১ আগস্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।