সিনিয়ার নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাবেদ হাবিব প্রতিষ্ঠিত ‘হাবিব ফাউন্ডেশন’ এবং ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত ‘উত্তরণ ফাউন্ডেশন’এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ।
এই চুক্তির মাধ্যমে প্রতি বছর উত্তরণ ফাউন্ডেশন মনোনীত দুইজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যকে ভারতে নিয়ে জাবেদ হাবিবের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের ‘হেয়ার ফ্যাশন’ প্রশিক্ষণ দেওয়া হবে, যারা এক সময় নিজেদেরকে আন্তর্জাতিক মানের হেয়ার এক্সপার্ট হিসেবে আবিষ্কার করতে সক্ষম হবেন।
প্রশিক্ষিত সদস্যগণ বাংলাদেশে বসবাসরত নিজেদের কমিউনিটির অন্যান্য সদস্যদেরকেও প্রশিক্ষণ দান করবেন এবং পরবর্তীতে এরাই উত্তরণ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন বিউটি পার্লার ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে জাবেদ হাবিব পরিচালিত সেলুনগুলো ছাড়াও অন্যান্য পার্লার বা সেলুনসমূহে হেয়ার এক্সপার্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন। চুক্তিটি স্বাক্ষর করেন হাবিব ফাউন্ডেশের কর্ণধার বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাবেদ হাবিব এবং উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ ফাউন্ডেশনের সমন্বয়কারী এম এম মাহবুব হাসান, ফাউন্ডেশনের অ্যাডমিন অ্যান্ড এইচআর কনসালট্যান্ট এম সেলিম মোল্লা এবং তৃতীয় লিঙ্গের সদস্য অনন্যা ও নিসাতসহ প্রমূখ।
উল্লেখ : এই চুক্তির মাধ্যমে প্রতিবছর দুই জন হিজড়াকে ভারতে নিয়ে জাভেদ হাবিব ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে I
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,বৃহস্পতিবার,২৫ অক্টোবর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।